কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) শতাধিক অসহায়, দুস্থ, ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মুহাম্মদ নাঈম সালেহীন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নাঈম সালেহীন বলেন, ‘আমার মা এখানকার জনপ্রতিনিধি। তিনিসহ আমাদের পরিবার সবসময় কাউখালীর জনগণের কল্যাণে নিবেদিত। অতীতে বিভিন্ন প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশীর আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
কেআই/এনএইচ
আরো পড়ুন