ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির কর্মসূচি এখন জনস্রোতে পরিণত হচ্ছে: টুকু

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১১ জানুয়ারি ২০২৩  
বিএনপির কর্মসূচি এখন জনস্রোতে পরিণত হচ্ছে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘গণতন্ত্র আজ ভুলন্ঠিত, এখন আর মানুষের কথা বলার অধিকার নেই। খাদ্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আজ অসহনীয় পর্যায়ে চলে গেছে। এর থেকে মানুষ বাঁচতে চায়। এই বাঁচার আন্দোলনে বাংলার মানুষ এখন বিএনপির আন্দোলনে শামিল হয়েছে। আর তাই বিএনপির যেকোন কর্মসূচি এখন জনস্রোতে পরিণত হচ্ছে।’ 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিএনপির জনস্রোত দেখে সরকার ভয় পাচ্ছে। আমাদের প্রোগ্রামে কর্মীদের আসতে পুলিশ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীকে পেশাদারিগত্ব আচারণ করতে আহ্বান জানাবো আমি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেন, তারা নাকি দেশের অনেক উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, উড়াল ট্রেন আরও কত কিছু করেছেন। তবে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে আপনাদের কিসের এতো ভয়। কারণ নিরপেক্ষ নির্বাচন দিলে আপনারা জয়ের পরিবর্তে পরাজিত হবেন।’

গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে ভোটারবিহীন এই সরকারকে সরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণ এখন মাঠে নেমেছে। কিছুদিন আগে রংপুরের বিভাগীয় সমাবেশ এবং আজকের এই গণঅবস্থান কর্মসূচিতে মানুষের ঢল দেখে প্রমাণ হয় এই বিভাগ এখন বিএনপির বিভাগ।’

প্রসঙ্গত, সারাদেশের বিভাগীয় শহরের মতো রংপুরেও সকাল ১০টা থেকে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে অংশ কর্মসূচিতে অংশ নেন। দুপুর সোয়া ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলে। 

অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ রংপুর  বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

আমিরুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়