ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

আপিলে প্রার্থিতা পেলেন ২ জন, ব্যর্থ হিরো আলম

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৫ জানুয়ারি ২০২৩  
আপিলে প্রার্থিতা পেলেন ২ জন, ব্যর্থ হিরো আলম

আপিল করে বগুড়া ৪ ও ৬ আসনের উপনির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী তা‌দের ম‌নোনয়‌নপত্র বৈধতা পে‌য়ে‌ছেন। ত‌বে বগুড়ার দুই আসন থে‌কে ম‌নোনয়নপত্র তু‌লে আলোচনায় আসা হিরো আলম এক‌টি‌তেও প্রার্থিতা ফি‌রে পান‌নি। 

এ ছাড়া যাচাই বাছাই‌য়ে টি‌কে যাওয়া ১১ প্রার্থীর কেউ তা‌দের প্রার্থিতা প্রত্যাহার করেননি। উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়গু‌লো নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

মো. নজরুল ইসলাম ব‌লেন, আপিলে প্রার্থিতা ফেরত পাওয়া দুই জন হলেন বগুড়া-৪ আসনের কামরুল হাসান সিদ্দিকী জুয়েল এবং বগুড়া-৬ আসনের আব্দুল মান্নান আকন্দ। বগুড়ার দুটি আসনে মোট ১৩ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে পাঁচ জন প্রার্থী। আর বগুড়া-৬ আসনে আটজন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বগুড়া-৬ আসনে প্রার্থিতা ফিরে পাওয়া আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘গত বুধবার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ (রোববার) সেই আপিলের শুনানি ছিল। শুনানির পর আমার প্রার্থিতা ফিরে দেওয়া হয়েছে।’ 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী কামরুল হাসান সিদ্দিকীও জা‌নি‌য়ে‌ছেন একই কথা। হিরো আলম বলেন, ‘আপিল শুনানিতে প্রার্থিতা ফিরিযে দেয়নি আমাকে। আমি আগামীকাল হাইকোর্টে আপিল করবো। কাগজপত্র রেডি করছি।’  

গত ৮ জানুয়ারি উপনির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই ছিল। ওইদিন মনোনয়নে দেওয়া ভোটার তালিকার তথ্যে নানারকম গড়মিল থাকায় দুই আসনের মোট ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে এই ১১ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। রোববার সেই আপিলের শুনানি ছিল।
    

এনাম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়