ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টানা ৭০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল পাঁচ শিশু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ জানুয়ারি ২০২৩  
টানা ৭০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল পাঁচ শিশু

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৭০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কার পেয়েছে পাঁচ শিশু। তারা হলো- মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মাহফুজ, মো. শিহাব আল ফারেছ, মারুফ হোসেন শ্রাবণ ও মোহাম্মদ সামির। পুরস্কারপ্রাপ্তরা ফেলনা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল শেষে পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট, পাঞ্জাবীর কাপড় ও কোরআন শরিফ তুলে দেন মাহফিলের প্রধান বক্তা মাওলানা ফখরুদ্দিন আহমেদ।

ফেলনা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য আলী আক্কাছ বলেন, ‘শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নেওয়া হবে এবং আরো ভালো পুরস্কার দেওয়া হবে।’

উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন গবেষণা পরিষদের সহসভাপতি ক্বারি শাহজাহান সাঈদী, মৌলভি আবদুল ওয়াদুদ, লাকসাম ধানবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল ওয়াদুদ, ফেলনা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়