ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাতে নেশার কৌটা, পুকুরে ভাসছিল মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:১৭, ১৮ জানুয়ারি ২০২৩
হাতে নেশার কৌটা, পুকুরে ভাসছিল মরদেহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে শ্রাবণ মিয়া (২৩) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার হাতে পলিথিনে মোড়ানো জুতার গামের কৌটা (ড্যান্ডি) পাওয়া গেছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শ্রাবণ উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের আ. হামিদের ছেলে। সে ঢাকার একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার বিকেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্রাবণ মাদকাসক্ত ছিল। মরদেহ উদ্ধারের সময় তার হাতে পলিথিনে মোড়ানো জুতার গামের কৌটা (ড্যান্ডি) পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ড্যান্ডি সেবনের পর পুকুরে পরে গিয়ে আর উঠতে পারেনি। তবুও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মিলন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ