কুমিল্লায় গাড়িচাপায় ২ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মো. ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টায় লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।
লাকসাম হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুইজন কাজের উদ্দেশ্যে বের হন। লালমাইয়ের বড় ধর্মপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে দুজন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল আহসান ভূঁইয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রুবেল/ইভা
আরো পড়ুন