ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাটগ্রামে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষকে গলা কেটে হত্যা

লালনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২১ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:৪৬, ২১ জানুয়ারি ২০২৩
পাটগ্রামে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষকে গলা কেটে হত্যা

লালমনিরহাটের পাটগ্রামে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ফাতেমা প্রি ক্যাডেট স্কুলের গলির মধ্যে দুর্বৃত্তরা মাথা ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা, কিসের জন্য হত্যা করেছে তাৎক্ষণিক তার কিছুই জানা যায়নি।

ওয়াজেদ আলী (৬৮) একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। তিনি লালমনিরহাটের সাবেক এমপি আবেদ আলীর ছোট ভাই।পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়াও তিনি মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। তার এ হত্যাকাণ্ডে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা গেছে।

হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি এএসপি ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে থানা পুলিশকে দিকনির্দেশনা দেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়