ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১০ বছরেও সংস্কার হয়নি ৯ কিলোমিটার সড়ক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৪১, ২২ জানুয়ারি ২০২৩
১০ বছরেও সংস্কার হয়নি ৯ কিলোমিটার সড়ক

দীর্ঘ ১০ বছরেও সংস্কার হয়নি সড়ক। ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন পটুয়াখালীর ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ব্রিজ থেকে প্যাদার হাট হয়ে ধানখালী ইউনিয়নের কানাইমৃধা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। প্রধান এই সড়ক দিয়ে চলাচল করে দুই ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ। এছাড়া এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ৮ টি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও তিনটি মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী। 

প্রায় ১৫ বছরে আগে এই সড়কটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের ৫ বছর পরই সড়কটি বেহাল দশায় পরিণত হয়। বর্তমানে সড়কটির বেশির ভাগ স্থান দেবে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আবার কোথাও কোথাও কার্পেটিং পুরোপুরি উঠে গেছে। খোয়া সরে গিয়ে বালু বের হয়ে আসছে। মোট কথা সড়কটি এখন চলাচলের অনুপোযী হয়ে পড়েছে। তারপরও কোনো উপায় না পেয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিকল হচ্ছে যানবাহন। 

সবেচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। সড়কের ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি আবারো নির্মাণের দাবি ভুক্তভোগীদের।

প্যাদার হাট এলাকার বাসিন্দা হিরন সিকদার বলেন, ‘মূলত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বড় বড় বাহনে করে এই সড়ক দিয়ে আনা নেওয়ার ফলেই এমন দুরাবস্থা হয়েছে। এখন এই সড়কে হাটাও দায় হয়ে পড়েছে। সড়কের ইটের খোয়া সরে গিয়ে বালু বের হয়ে আসছে।’ 

নমোর হাট এলাকার বাসিন্দা ফজলু মিয়া বলেন, ‘আমাদের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটিতে এখন বড় বড় গর্ত হয়েছে। অনেক স্থান দেবে গেছে। তাই আমরা কলেজ বাজার ঘুরে উপজেলায় যাই। সড়কের অবস্থা এতোটাই খারাপ যে এ এলাকায় কোনো পণ্যবাহী বাহন ঢুকতে চায় না। আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি আবারো নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘সড়কটি সংস্কারের লক্ষ্যে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ইতোমধ্যে একটি প্রস্তাবনা তৈরী করেছে। আশা করছি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার হবে।’

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়