ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুতায় মিললো হেরোইন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২২ জানুয়ারি ২০২৩  
জুতায় মিললো হেরোইন

নাটোরে এক মোটরসাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ২১ লাখ টাকার ২১০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাব। এসময় মাদক কারবারি ফাতেমা বেগম (৪৫) এবং মাসুদ রানা (৩৪) নামের দুই গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

আরো পড়ুন:

এর আগে, গতকাল শনিবার শহরের চকবৈদ্যনাথ গুড়ের আড়ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া ফাতেমা বেগম শহরের চক বৈদ্যনাথ এলাকার রহিম আলীর স্ত্রী। মাসুদ রানা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের চান্দুর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের চকবৈদ্যনাথ গুড়ের আড়ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেলতে থামতে ইশারা দেওয়া হয়। পরে মোটরসাইকেলটির আরোহী ফাতেমা ও মাসুদকে তল্লাশি করে জুতার ভেতর লুকিয়ে রাখা ২১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। একই সঙ্গে হিরোইন বিক্রির ৯১ হাজার ৩০০ টাকা এবং মোটরসাইকেটি জব্দ করা হয়। 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরিফুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়