ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস চাপায় প্রাণ গেল গর্ভবতী নারীর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ২২ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:০১, ২২ জানুয়ারি ২০২৩
বাস চাপায় প্রাণ গেল গর্ভবতী নারীর

ফাইল ফটো

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচংয়ের ময়নামতি এলাকায় বাস চাপায় ৯ মাসের গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘট ঘটে। নিহতের নাম চাঁদনী আক্তার (২৮)। তিনি ময়নামতির সমেষপুর এলাকার আউয়াল হোসেনের স্ত্রী। তাদের সংসারে আরও দুটি সন্তান রয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় ইউপি সদস্য জাবেদ হোসেন বলেন, ‘বিকেলে চাঁদনী তার মাকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। রামপাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক চাঁদনী আক্তার ও তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।’

ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই সুলতান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়