ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাটির নিচে মিললো ৬৮ রাউন্ড গুলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:০৬, ২৭ জানুয়ারি ২০২৩
মাটির নিচে মিললো ৬৮ রাউন্ড গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি স্কুল ভবনের মাটির নিচ থেকে ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য মাটি উত্তোলণের সময় গুলির সন্ধান মেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙে ফেলা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলণ করার সময় স্থানীয় লোকজন গুলির সন্ধান পান। পরে তারা বিষয়টি প্রশাসনকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, স্বাধীনতা যুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাদের আস্তানা ছিল। হয়তো তারাই এখানে গুলিগুলো মাটি চাপা দিয়ে রেখেছিলেন।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ কামাল বলেন, স্থানীয় লোকজন ৬৮ রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গুলিগুলো যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রেখে গেছেন।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়