ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩  
মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলে আল আমিনকে (২২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম উদাখালি গ্রাম থেকে গাঁজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেলসহ ৫শ টাকা জরিমানা করেন ফুলছ‌ড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।

এর আগে, গত ৩০ জানুয়ারি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলে আল আমিনকে হাজতে রাখতে লিখিত অভিযোগ করেন মা আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নের পশ্চিম উদাখালি গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

লিখিত অভিযোগে আলেতন বেগম বলেন, ‘ঢাকায় ইটভাটায় কাজ করে ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছি। ভালো ও সুন্দর মে‌য়ে দেখে বি‌য়েও দিয়েছি। কিন্তু এলাকার নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে ঘুরে আল আমিন এখন নেশা ছাড়া থাকতে পারে না। গাজা খেয়ে বউকে অত্যাচার করার কারণে তার সংসার ভেঙে গেছে। আবার ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আল আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে আমার বৃদ্ধ স্বামীর এখনো কামলা (কৃষাণ) দিতে দেয়। নেশার টাকা না দিতে পারলে আল আমিন আমাদের মারধরও করে। ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, ‘মাদকাসক্ত আল আমিন বাড়িতে গাঁজা সেবন করছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।’

তিনি আরো বলেন, ‘আল আমিনকে হাজতে রাখতে দুই দিন আগে তার মা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আরো পড়ুন: ছেলেকে হাজতে রাখতে ইউএনওর কাছে মায়ের আবেদন

শামীম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়