ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চাপ অনুভব করায় নির্বাচন থেকে সরে গেছি: আবু আসিফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:০০, ২ ফেব্রুয়ারি ২০২৩
চাপ অনুভব করায় নির্বাচন থেকে সরে গেছি: আবু আসিফ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ বলেছেন, ‘প্রথম থেকে আমার কাছে নির্বাচন অগোছালো মনে হয়েছিল। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেশি চাপ নিতে পারছিলাম না। বেশি চাপ অনুভব করায় নির্বাচন থেকে সরে গেছি। চাপ নিয়ে আমি থাকতে পারব না। এ জন্য আমি নির্বাচন ছাইড়া সইরা গেছি।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আশুগঞ্জের শরীয়তনগর এলাকায় নিজ বাসায় ফেরেন আবু আসিফ। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, চাপ নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। নির্বাচন শেষ হয়েছে, আমি চলে এসেছি। কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ছিলাম আমার একটি জায়গায়।

সরে দাঁড়ানোর জন্য কেউ কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়েছে কি না, জানতে চাইলে স্ত্রী মেহেরুননিছা মেহরীন তাকে থামিয়ে দেন।

আসিফের স্ত্রী মেহেরুননিছা মেহেরীন বলেন, ‘আমি আশুগঞ্জের বাসায় ছিলাম। ১২টার দিকে জানতে পারি, স্বামী ঢাকার বসুন্ধরার বাসায় ফিরেছেন। আমাকে ফোন দেওয়ার পর ঢাকায় চলে যাই। স্বামীকে নিয়ে বিকেল পাঁচটায় আশুগঞ্জে চলে আসি।’

মেহেরুননিছা আরো বলেন, ‘তিনি এক কাপড়ে গিয়েছেন, এক কাপড়েই ফিরেছেন। এতটাই হতাশায় ভুগছিলেন তিনি, নিজের মুঠোফোনটিও বাসায় রেখে চলে যান।’

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়