ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৩
পিরোজপুরে ২৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মন্টু কবিরাজ (৪৫) নামে ২৯ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মন্টু কবিরাজ উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের টিএনটি রোড এলাকার মৃত আজাহার কবিরাজের ছেলে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, মন্টু কবিরাজকে জেলার মঠবাড়িয়া উপজেলার নাগরাভাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়েছে।  মন্টু ডাকাতি ও অস্ত্র মামলায় ২৯ বছর সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন। তিনি পিরোজপুর, বরগুনা, বেতাগি, ঝালকাঠীতে পৃথক ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান জানান, র‌্যাব তাকে থানায় হস্তান্তর করেছে। মন্টুর বিরুদ্ধে অর্ধ ডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

তাওহিদুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়