পরীক্ষায় বসে প্রশ্নের ছবি ছোট বোনকে পাঠিয়ে বড় বোন বহিষ্কৃত
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
রাজশাহীতে সরকারি নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে প্রবেশের পর প্রশ্নের ছবি তুলে ছোট বোনের কাছে পাঠানোর দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নগরীর হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর অঞ্চল রাজশাহীর নিয়োগ পরীক্ষা চলাকালে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গম্বুজপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিনুর রহমান বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে ইসরাত তার ব্যবহৃত মোবাইল নিয়ে প্রবেশ করেন। পরে প্রশ্নের ছবি তুলে তার ছোট বোনের কাছে পাঠান। এ অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মুচলেকা নিয়ে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী রোববার তাদের ফের ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছেন।’
কেয়া/কেআই
আরো পড়ুন