ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৩
মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গজারিয়া উপজেলার হোসেন্দীর ভবানীপুর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রের নাম শিহাব হাসান (১১)। সে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে ও শিহাব ভবানীপুর ইসলামিয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার দুলাল ব্যানার্জি বলেন, ‘সকালে মেঘনা নদীতে গোসল করতে নামে কয়েকজন মাদ্রাসাছাত্র। এর মধ্যে, শিহাব হাসান ও আব্দুল্লাহ আল তামিম নামে দুজন পানির তোড়ে ভেসে যায়। এসময় আব্দুল্লাহ নদী থেকে সাঁতার কেটে উঠে আসলেও পানিতে তলিয়ে যায় শিহাব।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। খোঁজাখুঁজির পরে বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়।’

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়