বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাজবাড়ী সদর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা-জৌকুড়া আঞ্চলিক সড়কের দয়ালনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের ছেলে সাকিব (১৩) ও তার ভাতিজা সিফাত (১৮)।
সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন আহমেদ টুকু বলেন, ‘মিজানপুর ও চন্দনী ইউনিয়নের বর্ডার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘সাকিব ও সিফাত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।’
শামীম/কেআই
আরো পড়ুন