ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইলিশের জোগান নেই বড়স্টেশন মাছঘাটে 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
ইলিশের জোগান নেই বড়স্টেশন মাছঘাটে 

বড়ষ্টেশন মাছঘাট

পর্যাপ্ত পরিমাণে ইলিশের জোগান না থাকায় হাকডাক নেই চিরচেনা চাঁদপুর বড়ষ্টেশন মাছঘাটে। টাকা থাকলেও ১ কেজির বেশি বড় সাইজের ইলিশ এখানে পাচ্ছেন না ক্রেতারা। সারাদিনে ঘাটে সব মিলিয়ে ইলিশ বেচাকেনা হচ্ছে মাত্র ৮-১০ মণ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গিয়ে বড়ষ্টেশন মাছঘাট অনেকটাই ক্রেতাশূন্য অবস্থায় দেখা গেছে। এসময় আড়তদারদের অলস সময় কাটাতে যায়।

ঘাটের আড়তদাররা জানান, সাড়িবদ্ধভাবে ঝুঁড়িতে ইলিশ সাজিয়ে রাখলেও আমরা পাচ্ছি না কাঙ্খিত ক্রেতা। এখানে বিক্রি হওয়া বেশিরভাগ ইলিশের আকারে ছোট এবং নামার ইলিশ। দিনশেষে এসব ১ কেজি ওজনের ইলিশ ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মাছঘাটের পরিস্থিতি নিয়ে চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত বলেন, এখন ইলিশের মৌসুম নয়। তারপরেও ৫-১০ মণ ইলিশ ঘাটে আমদানি হচ্ছে। বর্তমানে ৮০০ গ্রাম থেকে ১ কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এসব ইলিশ ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। 

অমরেশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়