ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২১ ফেব্রুয়ারি ২০২৩  
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা, পুলিশ ও পৌর প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,  উপজেলা প্রেসক্লাব, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কালীগঞ্জ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

চট্টগ্রাম: চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহিদ মিনার ফুল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।  এসময় তিনি সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

কুমিল্লা: একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক শামীম আলম প্রমুখ।

আজ বাদ মাগরিব কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে ভাষা আন্দালন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী করার কথা রয়েছে।  সন্ধ্যা সাড়ে ৬ টায় একই স্থানে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা এবং সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি:  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের হাজার হাজার মানুষ ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শিশু একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, শিশু সদনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করেছে।

হবিগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষ দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।  কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা। 

এর আগে রাত সাড়ে ১১টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে জড়ো হতে শুরু করেন মানুষজন ।

জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হচ্ছে।

একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু,  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রমুখ।

পরে  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

মুন্সীগঞ্জ: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে আন্দোলনের সময় ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ সব বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুন্সীগঞ্জের কেন্দ্রিয় শহীদ মিনারে ঢল নামে মানুষের।  

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার, মাহাফুজুর রহমান আল-মামুন, মুন্সীগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। 

রাত ১২টা ১৮ মিনিটে সর্বসাধরণের জন্য উন্মুক্ত করা হয় শহিদ বেদী।

জেলার সব স্কুল কলেজও দিবসটি উপলক্ষে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে পক্ষ থেকে  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজ রয়েছে।

ঝালকাঠি: মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নামে।  এখানে প্রথমে ফুল দিয়ে শহিদ বেদীতে প্রথম শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমু। 

এরপর জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।  এরপর শ্রদ্ধা নিবেদন করতে শুরু করে  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। 

এছাড়াও ঝালকাঠিতে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

সাতক্ষীরা:  প্রভাতফেরির গানে মুখরিত হয়ে ওঠে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা শহর।  মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান  মো. নজরুল ইসলাম, পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান, সিভিল সার্জন ডা.সবিজুর রহমান প্রমুখ।

নাটোর: জেলা প্রশাসন আয়োজনে কানাইখালী চত্বর শহিদ মিনারে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. শামীম আহমেদ,পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগন পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

রাইজিংবিডির প্রতিনিধি ও সংবাদদাতা:  রফিক, রেজাউল, রুবেল, আজাদ, মামুন, শামীম, রিটন, অলোক, শাহীন ও আরিফুল

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়