ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতির কারণে বিএনপির বিভিন্ন সদস্যের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১ মার্চ ২০২৩   আপডেট: ১১:০৬, ১ মার্চ ২০২৩
দুর্নীতির কারণে বিএনপির বিভিন্ন সদস্যের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল চট্টগ্রামে অমর একুশে বই মেলার বিভিন্ন স্টল ঘরে দেখেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেছে। কিন্তু বিএনপি যে দুর্নীতির কারণে বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে সেটা তারা ভুলে গেছে। দুর্নীতির কারণে বিএনপির বিভিন্ন সদস্যের শাস্তি হয়েছে।’ 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর এম. এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য সুর্বণা মুস্তাফা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ১০ নম্বর ওর্য়াড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্যর উর্ধ্বগতির কথা বলছেন। রাশিয়া-ইউক্রেন ও করোনা মহামারির কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্যর বাজার অস্থিতিশীল। বিভিন্ন দেশের মূল্যস্ফীতির তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি অনেক কম। আমি বিএনপিকে বলবো পৃথিবীর দিকে চোখ মেলে তাকানোর জন্য।’

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে বলেন, ‘বই হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া একটি সাঁকো। আগে বইপড়ার যে অভ্যাস সবার মধ্যে ছিলো বর্তমানের তরুণ ও কিশোরদের মধ্যে তা নেই। এর একটি বড় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থীরা বই পড়ার চেয়ে মোবাইলেই বেশি মগ্ন থাকেন। এ পরিস্থিতি থেকে আমাদের কিশোর-কিশোরী ও তরুণদের রক্ষা করতে বই পড়ার প্রতি জোড় দিতে হবে। তা না হলে যে প্রজন্ম আসবে তারা প্রযুক্তিতে সমৃদ্ধ হলেও জ্ঞানে সমৃদ্ধ হবে না।‘ 

ড. হাছান মাহমুদ বলেন, ‘মানুষের পাঠ অভ্যাস পুনরুদ্ধার করার জন্য বই মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পরে মন্ত্রী ও আগত অতিথিরা মেলার বিভিন্ন বইয়ের দোকান ঘুরে দেখেন। 

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘যে কোনো কিছু জানার জন্য বই খুবই জরুরি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কারাগারে বসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বা ‘কারাগারের রোজনামচা’ না লিখতেন তাহলে বঙ্গবন্ধুর জীবন কারাগারে কিভাবে কেটেছে তা আমরা জানতেই পারতাম না। বই আমাদের জীবনে অকৃত্রিম বন্ধু  যার কাছ থেকে আমরা শুধু পাই, ফিরিয়ে দেওয়ার কোনো দায় নেই।’

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়