ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পণ্ডিত বইমেলা

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৫২, ১ মার্চ ২০২৩
কুড়িগ্রামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পণ্ডিত বইমেলা

কুড়িগ্রামের চিলমারীতে সাহিত্য, সংস্কৃতি ও মনন বিকাশে পঞ্চমবারের মতো শুরু হয়েছে পণ্ডিত বইমেলা।

বুধবার (১ মার্চ) দুপুরে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

আরো পড়ুন:

চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ।

বই কিনতে মেলায় আসা মামুন মিয়া বলেন, ‘আমি বই পড়তে ভালোবাসি। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে। বই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। আমাদের এখানে বইমেলা হওয়ায় আমরা চিলমারীবাসী অনেক খুশি।’

পণ্ডিত বইমেলার আহবায়ক নাহিদ হাসান নলেজ বলেন, ‘চিলমারীতে এই পণ্ডিত বইমেলা পঞ্চম বছরে পদার্পণ করলো। প্রতিবারের মতো এবারো থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। পণ্ডিত বইমেলাকে ঘিরে সাহিত্য, সংস্কৃতিক অনুষ্ঠান, লেখক-পাঠক মুখোমুখি প্রশ্নোত্তর, পুরষ্কার প্রাপ্ত বাংলা সিনেমা ‘সাতাঁও’ প্রদর্শনী, স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে বির্তক প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি আগামীতে আরো বড় পরিসরে এই বইমেলার আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণরা বই পড়ুক। বইয়ের টানে তারা যেন বইমেলায় আসেন এই আহবান করছি।’

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রত্যেকের মানুষের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ আছে। কিন্তু সেই ব্যক্তি স্বার্থ দেশের জন্য, সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ তার ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারেন। চিলমারীর পণ্ডিত বইমেলা সেই সঠিক শিক্ষার দ্বার উন্মোচনে কাজ করে যাচ্ছে।’

বাদশাহ সৈকত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়