ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নওগাঁ থেকে নেওয়া হয়েছে ঢাকায়

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৫ মার্চ ২০২৩   আপডেট: ১৭:৪৪, ৫ মার্চ ২০২৩
অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নওগাঁ থেকে নেওয়া হয়েছে ঢাকায়

ফাইল ফটো

পিত্তথলিতে প্রদাহজনিত কারণে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) সকাল ১১টার দিকে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ সাধন চন্দ্র মজুমদার নিজ নির্বাচনী এলাকা নওগাঁ -১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন। গতকাল শনিবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় খাদ্যমন্ত্রীকে। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তার পিত্তথলিতে ইনফেকশন রয়েছে। চিকিৎসকের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়