ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় উদ্ধারকৃত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে র‌্যাব 

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৮ মার্চ ২০২৩  
সাতক্ষীরায় উদ্ধারকৃত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে র‌্যাব 

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাকডাঙা সীমান্ত এলাকায় কবর খুঁড়তে গিয়ে পাওয়া বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছে খুলনা র‌্যাব-৬ এর বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে. এম. গালিব হোসেন খানের নেতৃত্বে কাকডাঙা মাদ্রাসার পেছনের বিলে বিস্ফোরণ ঘটান হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, বিজিবি সুবিদার হারুনার রশিদ।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে. এম. গালিব বলেন, বোমাটির নাম (মাইন M2A4 পাকিস্তানি P7)। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালে যুদ্ধের সময় অবিস্ফোরিত এন্টি পার্সোনেল মাইন অথবা লুকিয়ে রাখা বোমা।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার কেড়াগাঁছি ইউনিয়নের কাকডাঙা ঈদগাহের পাশে কাশেম আলী নামের এক ব্যক্তির কবর খুড়তে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি পরীক্ষা করে বস্তুটিকে সন্দেহজনক বলে জানায়। 
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়