ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতীবান্ধার কৃষি জমিতে মিলল মর্টার শেল সদৃশ বস্তু 

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৭, ২৮ নভেম্বর ২০২৫
হাতীবান্ধার কৃষি জমিতে মিলল মর্টার শেল সদৃশ বস্তু 

কৃষি জমি থেকে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি কৃষি জমিতে মর্টার শেল সদৃশ বস্তুর সন্ধান মিলেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী আদর্শ গ্রামের একটি জমির মাটি খননের সময় বস্তুটির সন্ধান পান শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, মধ্য গড্ডিমারী আদর্শ গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৬৫) তার আবাদি জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি সমান করার কাজ করাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে খননের সময় মাটির প্রায় ২ ফুট নিচে চাপা পড়া লোহার বস্তুটি দেখতে পান শ্রমিকরা। বস্তুটি দেখতে মর্টার শেল বা কামানের গোলার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন:

তারা জানান, বস্তুটির আনুমানিক ওজন সাড়ে তিন থেকে চার কেজি। দৈর্ঘ্যে ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি এবং ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। বস্তুর গায়ে এমকে ১৭ লেখা দেখা গেছে। পরে এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেয়। তাদের ধারণা, মহান মুক্তিযুদ্ধের সময়কার এই বস্তুটি মাটি চাপা পড়েছিল। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়