ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

মাদরাসাগুলোতে পাঠাগার করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ১১:৪৯, ১৭ মার্চ ২০২৩
মাদরাসাগুলোতে পাঠাগার করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের প্রত্যেকটি থানায় থাকা মাদরাসাগুলোতে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে পাঠাগার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৮দিকে গাজীপুরের কোনাবাড়ীতে হাফেজে কোরআন সংবর্ধণা, প্রতিযোগিতা ক্বিরাত সম্মেলন ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‌আমরা চাই কওমি মাদরাসায় যারা শিক্ষা গ্রহণ করবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃত থাকবে। আমরা সরকারের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনাদের কোনো সাজেশন থাকলে লিখিত আকারে দেন। এ ব্যাপারে কওমী মাদরাসা সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ করা হবে। আপনাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো সমাধান করুন। 

আরো পড়ুন:

এরআগে বৃহস্পতিবার বাদ যোহর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ৭ নম্বর ওয়ার্ড ওলামায়ে কেরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

হাফেজ মাওলানা মুফতী নিজাম উদ্দীনের সভাপতিত্বে দেশের বরেণ্য আলেমরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। অনুষ্ঠানে ১৩টি মসজিদের ইমাম ও খতিব এবং ১৪টি মাদরাসার প্রায় ১০০ জন হাফেজকে সংবর্ধণা দেওয়া হয়।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়