ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে কৃষক অপহরণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৯ মার্চ ২০২৩  
টেকনাফে কৃষক অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় খেতে কাজ করার সময় এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে।  

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে তাকে অপহরণ করা হয় জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে জুম্মাপাড়ায় নিজের খেতে কাজ করতে যান স্থানীয় কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। 

চেয়ারম্যান রাশেদ আরও বলেন, এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে। 

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়