ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্তুগালে দেওয়াল চাপায় দুই বাংলাদেশির মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১৫:৫৪, ২১ মার্চ ২০২৩
পর্তুগালে দেওয়াল চাপায় দুই বাংলাদেশির মৃত্যু

পর্তুগালের একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই জনের বাড়ি সিলেট ও মৌলভীবাজার জেলায়।

সোমবার (২০ মার্চ) বিকেলে দেশটির কৃষি ও পর্যটন শহর বেজায়ে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- মৌলভীবাজার সদর থানার বাসিন্দা শাহীন আহমেদ (৪৭) ও সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা সুহেদ আহমেদ (৩২)।

পতুর্গালে বাঙ্গালী কমিউনিটির নেতা আখতার আহমদ চৌধুরী জানান, দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ গুরুতর আহত অবস্থায় দুই বাংলাদেশিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় বিষয়ে মঙ্গলবার (২১ মার্চ) টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভার আহ্বান করেছে।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়