ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হোয়াইট হাউসে বিতর্ক প্রতিযোগিতায় সেরা হাকিমপুরের রাকিব

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৬ মার্চ ২০২৩  
হোয়াইট হাউসে বিতর্ক প্রতিযোগিতায় সেরা হাকিমপুরের রাকিব

হোয়াইট হাউসে মার্কিন সরকার আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ‘টুর্নামেন্ট সেরা বিতার্কিক’ হয়েছেন বাংলাদেশের শাহ মুহাম্মদ রাকিব হাসান। 

রাকিবের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুরে। 

‘বিশ্বের ভবিষ্যৎ নেতাদের খোঁজা’ শীর্ষক এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৩টি দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফল গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রকাশিত হয়। মার্কিন সরকার প্রতিবছর এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। 

২৮ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটনের হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পাসপোর্ট না-থাকায় রাকিব সরাসরি সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না বলে জানা গেছে।  

রাকিব হাসান স্কুল জীবন শুরু করেন হাকিমপুরের ডলি মেমোরিয়াল স্কুলে। সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। বর্তমানে রাকিব রংপুর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।  

রাকিবের বাবা শাহ আবু সায়েম পেশায় ব্যবসায়ী। মা রোকেয়া বেগম গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। সাফল্যে গর্বিত মা-বাবা রাকিবের জন্য দেশ-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেছেন।

মোসলেম/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়