ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের সৈকতে ভেসে এলো হাজারো মৃত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৯ মার্চ ২০২৩  
ফের সৈকতে ভেসে এলো হাজারো মৃত জেলিফিশ

কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ারের সঙ্গে আবারও ভেসে এসেছে হাজারো মরা জেলিফিশ। কলাতলী পয়েন্ট থেকে ডিভাইন পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সৈকতজুড়ে পড়ে আছে মাছগুলো।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসা মাছগুলো দেখতে লোকজন ভিড় করতে দেখা গেছে। এখানে ছোট-বড় বিভিন্ন আকারের মাছ রয়েছে। জেলিফিশগুলো কী কারণে মারা যাচ্ছে, এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। তবে মৃত্যুর কারণ বের করতে কাজ করছে একাধিক বৈজ্ঞানিক সংস্থা। 

স্থানীয়দের কাছে জেলিফিশ ‘নুইন্যা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা তাদের।

লাইফগার্ড কর্মী ভুট্টো বলেন, দুয়েক মাস আগেও এরকম মরা জেলিফিশে ছেয়ে গিয়েছিল সৈকত পাড়। আজ আবারও হাজার হাজার মরা জেলিফিশ দেখা যাচ্ছে। এই জেলিফিশগুলো সাধারণত হাত দিয়ে স্পর্শ করলে চুলকায়।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এই সময়টা সাধারণত মাছগুলো মরার সময় নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় এসব মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, জেলিফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তারেকুর/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়