ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাক ভর্তি ইট চুরি, ৭ জনের নামে মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ মার্চ ২০২৩  
ট্রাক ভর্তি ইট চুরি, ৭ জনের নামে মামলা

ঢাকার ধামরাইয়ে ট্রাক ভর্তি ইট চুরির অভিযোগে সাত জনের নামের মামলা করেছেন এক ব্যক্তি। পরে চুরি করা ট্রাক ভর্তি ইটসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে ধামরাই থানায় মামলাটি করেন ভুক্তভোগী মো. খোরশেদ আলম। 

আরো পড়ুন:

এর আগে, গত বুধবার (২৯ মার্চ) রাত ১০ টার দিকে ধামরাই থানার কুল্লা ইউনিয়নের বড়কুশিয়ারা এলাকায় চুরির ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. মমিন হোসেন (২৫) ও তার ভাই মো. সুজন (১৯) এবং মো. নয়ন (১৯)।  

পলাতক আসামিরা হলেন- শওকত (৩৮), সবুজ (২৪), আফসান (৪৫) ও কফিল (৩৬)। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে ধামরাই থানার কুল্লা ইউনিয়নের বড়কুশিয়ারা এলাকা নির্মাণাধীন বাড়ির জন্য রাখা ট্রাকভর্তি ইট নিয়ে যায় কয়েকজন লোক। এসময় মমিন, সুজন ও নয়নকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়।  জিজ্ঞাসাবাদ করা হলে তারা শওকত, সবুজ, আফসান ও কফিল নামের আরও কয়েকজন ব্যক্তি চুরির সঙ্গে জড়িত এবং তারা  পালিয়ে গেছে বলে তথ্য মেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেএসে আটককৃতদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ পান্নু মিয়া বলেন, আমরা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে ট্রাকের ডাইভার ও হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করি। চুরি করা মালামালও জব্দ করি। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

সাব্বির/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়