ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩৯, ৫ এপ্রিল ২০২৩
খাগড়াছড়িতে সড়ক অবরোধ

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ চলছে। 

মানিকছড়ি উপজেলায় গণপিটুনিতে নিহত ইউপিডিএফ কর্মী হ্লাচিংমং মারমার হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়।

বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে রামগড়, গুইমারা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও মাটিরাঙ্গায় পালিত হচ্ছে এ অবরোধ। 

অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে রাতে ছেড়ে আসা যাত্রী ও পণ্যবাহী পরিবহন পুলিশ পাহারায় গন্তব্য পৌঁছেছে। এ দিকে অবরোধের সমর্থনে রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। রামগড়ে একটি ট্রাকে ভাঙচুর চালনোর অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুর ১২টায় শেষ হবে ইউপিডিএফ'র ডাকা খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ।

প্রসঙ্গত, গেল রোববার মানিকছড়ির যোগ্যছোলার স্কুল পাড়ায় বালু মহলে চাঁদা নিতে যাওয়ার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় ইউপিডিএফ সদস্য হ্লাশিংমং মারমা।

খাগড়াছড়ির গুইমারা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

নুরুচ্ছাফা মানিক/ইভা  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়