ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৫ এপ্রিল ২০২৩  
চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় শারজাহ থেকে দেশে আসা এয়ার এরাবিয়ার যাত্রী মো. আতিকুল্লাহকে আটক করা হয়। 

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বর্ণের এই চালানটি জব্দ হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

এনএসআই জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আতিক উল্লাহকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪টি স্বর্ণের বার জব্দ হয়। ২৪ ক্যারেটের এইসব বারের ওজন ২ কেজি ৭৯৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়