ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

পায়রা বন্দর ছেড়েছে ১০.২ মিটার গভীরতার জাহাজ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৯ এপ্রিল ২০২৩  
পায়রা বন্দর ছেড়েছে ১০.২ মিটার গভীরতার জাহাজ 

পটুয়াখালীর পায়রা বন্দর ছেড়ে গিয়েছে বন্দরের ইনার এ্যাংকরে আসা ১০.২ মিটার গভীরতার জাহাজ ‘অরুনা হুলিয়া’। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের পর জাহাজটি রোববার (৯ এপ্রিল) সকালে ভারতের উদয়পুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি জাহাজটি বন্দরের আউটারে ১৯ নম্বর বয়া পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৮ মিটার দৈর্ঘ্য ও ৩৩ মিটার প্রস্থের ‘অরুনা হুলিয়া’ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। গত বৃহস্পতিবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি পায়রা বন্দরে এসে পৌঁছায়। পরে ওই দিন সকালেই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়লা খালাসের কাজ শুরু করে। আজ রোববার বন্দর ত্যাগ করে জাহাজটি। এটিই প্রথম পায়রা বন্দরের ইনার এ্যাংকরে আসা সবচেয়ে বড় জাহাজ। 

পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি জানান, জাহাজটি বন্দরের ১৯ নম্বর বয়া পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছি। তাদের চ্যানেল বুঝিয়ে দিয়ে এসেছি। আশা করছি তারা গন্তব্যে পৌছাতে পারবে।

পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এই প্রথম ১০.২ মিটারের জাহাজ পায়রা বন্দরের ইনার এ্যাংকরে ভিড়ে কয়লা খালাস করেছে। টানা ৩ দিন কয়লা খালাসের পর এটি বন্দর ছেড়ে গেছে। এ সপ্তাহে বন্দরের ইনার এ্যাংকরে ৬০ হাজার মেট্রিক টনের আরও একটি বড় জাহাজ আসার কথা রয়েছে। 

ইমরান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়