ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌরুট, মহাসড়কে চলছে উন্নয়ন কাজ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১২:৫৭, ১৪ এপ্রিল ২০২৩
ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌরুট, মহাসড়কে চলছে উন্নয়ন কাজ

পাটুরিয়া ফেরিঘাট

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে জেলার বারবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে চলছে উন্নয়ন কাজ। সড়ক বিভাগের দাবি, দ্রুত উন্নয়ন কাজ শেষ হলে এই মহাসড়ক পুরোপুরি ঈদ যাত্রার জন্য প্রস্তুত হয়ে যাবে।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের এই দুটি নৌরুট। গত বছর থেকে পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের হার কমেছে। তবে আরিচা-কাজিরহাট নৌরুটে পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী ও যানবাহন পারাপারে তেমন প্রভাব পড়েনি।

এদিকে, ঢাকার আশুলিয়া, সাভার, ধামরাই, গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর, টঙ্গীসহ আশেপাশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা এ দুটি নৌরুট দিয়ে এখানো চলাচল করেন। ঈদের সময় এ দুটি নৌরুটে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ থাকার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। 

আরো পড়ুন:

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দাবি পর্যাপ্ত পরিমাণ ফেরি চলাচল করায় এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না। এছাড়া এ দুটি নৌরুটে যাত্রী পারাপারে ৩৩ টি লঞ্চ চলাচল করবে বলেও জানিয়েছে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ।
সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক ও ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, বারবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ১৭টি স্পটে সড়ক বিভাগের উন্নয়ন কাজ চলমান রয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড গোলড়া, বানিয়াজুড়ি, পুখুরিয়া, মহাদেবপুর, বরংগাইলসহ বেশিরভাগ বাস স্টপেজ এলাকায় এসব উন্নয়ন কাজ চলছে। ফলে সাধারণ মানুষদের ভোগান্তি বেড়েছে।

 পাটুরিয়া ঘাট এলাকার পাঁচটি ফেরি ঘাট প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে। দুটি নৌরুটেই প্রস্তুত করা হয়েছে লঞ্চ।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মো.মোশারফ হোসেন নামের এক পথচারী বলেন, এক সপ্তাহ বাদেই ঈদ। সবাই কেনাকাটায় ব্যস্ত। বাসস্ট্যান্ডের এ অংশে এখনো রাস্তার কাজ চলছে। ফলে যানজট লেগেই থাকছে। ঈদে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুত কাজ শেষ না হলে ভোগান্তি আরো বাড়বে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে দুটি নৌরুটে যাত্রী পারাপারের হার কমে গেছে। ঈদকে সামনে রেখে দুটি নৌরুটে ৩৩টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রী পারাপারে তেমন কোন ভোগান্তি হবে না।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, গত দুই বছর ধরে আরিচা-কাজিরহাট নৌরুট চালু হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন হলেও এ নৌরুটে তেমন প্রভাব পড়েনি। আরিচা-কাজিরহাট নৌরুটে ৬টি ফেরি রয়েছে। ঈদকে সামনে রেখে আরো একটি ফেরি বহরে যুক্ত করা হবে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮ টি ফেরি রয়েছে। যাত্রী ও যানবাহনের হার কম থাকায় বেশিরভাগ ফেরি বসিয়ে রাখতে হয়। ঈদকে সামনে রেখে আরো ২টি ফেরি বহরে যোগ দেবে। ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে এ নৌরুটে ২০ টি ফেরি চলাচল করবে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করতে পাটুরিয়া ঘাট এলাকায় সড়কের মেরামত কাজ পুরোপুরি শেষ হয়েছে। মহাসড়কে বাকি অংশের উন্নয়ন কাজ ১৭ এপ্রিলের মধ্যে শেষ হবে । ঢাকা-আরিচা মহাসড়কে উন্নয়ন কাজের কারণে ঈদযাত্রায় ভোগান্তি হবে না বলেও জানান তিনি।

মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়