ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৯ এপ্রিল ২০২৩  
চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

ছবি সংগৃহীত

টানা ১৮ দিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতেও।

এদিকে, তাপদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশায় গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে চুয়াডাঙ্গার কোর্ট জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা আবহাওয়ায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ দুপুর ৩টায় চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে, বৈরী আবহাওয়ায় জেলার প্রায় সব হাসপাতালে ডায়রিয়া ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা রোগী সামলাতে হিমসিম খাচ্ছেন।

এছাড়া গরমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। নষ্ট হয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। 

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়