ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তুমব্রু সীমান্ত থেকে ১৬ স্বর্ণের বার জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৪ এপ্রিল ২০২৩  
তুমব্রু সীমান্ত থেকে ১৬ স্বর্ণের বার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে তুমব্রু বিওপির ৩৪-বিজিবির সদস্যরা স্বর্ণের বারগুলো জব্দ করে। জব্দ হওয়া স্বর্ণের ওজন ২২৮.০৮ ভরি।

৩৪-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম জানান, চোরাকারবারীরা অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনছে বলে খবর আসে। পরে তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়