ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসিক নির্বাচন: জাপার মনোনয়ন পেলেন তাপস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৫ মে ২০২৩  
বসিক নির্বাচন: জাপার মনোনয়ন পেলেন তাপস

বরিশাল সিটি করর্পোরেশন (বসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

ইকবাল হোসেন তাপস বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উৎপাদনমুখী তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলব। জাতীয় পার্টির কোনও বদনাম নেই। তাই বরিশালবাসী অবশ্যই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে ইকবাল হোসেন তাপস প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন।

স্বপন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়