ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৩ মে ২০২৩  
চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী সদর উপজেলায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সোমবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত অটোরিকশা চালকের নাম বাবুল ইসলাম (৪০)। তিনি দিনাজপুর জেলার খানসমা থানার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালান বাবুল। গতকাল রাত ২টার দিকে মাইজদী বড় মসজিদ মোড় থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের অটোরিকশায় ওঠেন। বলির দোকানের কাছাকাছি পৌঁছালে ওই যুবক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করেন এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় বাবুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়