ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলের সিটের নিচে মিললো স্বর্ণের বার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৫ মে ২০২৩  
মোটরসাইকেলের সিটের নিচে মিললো স্বর্ণের বার

কক্সবাজারের রামুতে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় এক চোরা কারবারিকে আটক করে তারা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজুখাল বিজ্র এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম। 

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আটক যুবকের নাম মো. রায়হান বিন ফারুকী (২৬)। তিনি উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।

লে.কর্নেল সাইফুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) সকালে উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণের বার জব্দ হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম। পরে স্বর্ণ চোরা কারবারিকে আটক করা হয়। ।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়