ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাসিক নির্বাচন: বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৫ মে ২০২৩   আপডেট: ১৫:৪৭, ২৫ মে ২০২৩
গাসিক নির্বাচন: বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত দেখা গেছে। বেলা ৩টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। তবে, কিছুটা তারতম্য হতে পারে৷’

এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে একযোগে ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটার সংখ্যা কম থাকলেও এখন উপস্থিতি বেড়েছে।

এদিকে, প্রথমবার ইভিএমে ভোট হওয়ায় কিছু কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে। এছাড়া, নগরীর শহীদ স্মৃতি স্কুলের কেন্দ্রের একটি কক্ষে ইভিএম মেশিনে ত্রুটি থাকায় প্রায় একঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়