ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বস্তি নেই চট্টগ্রামের সবজি বাজারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ মে ২০২৩   আপডেট: ১৩:৫২, ২৬ মে ২০২৩
স্বস্তি নেই চট্টগ্রামের সবজি বাজারে

মাছ মাংস দূরের কথা, সবজিতেও স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতার। প্রতিদিনের রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এ ছাড়া ৬০ টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না ক্রেতারা। 

শুক্রবার (২৬ মে) চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সকালে চট্টগ্রামের দুই নম্বর গেইট কর্ণফুলী মার্কেট ঘুরে দেখা গেছে সেখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির ক্ষেত্রে ধুন্দল ৯০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি আঁটি সাধারণ শাকের দামও ৩০ টাকা। 

কর্ণফুলী বাজারে সবজির দোকানি ফারুক রাইজিংবিডিকে জানান, আলু ছাড়া ৬০ টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। বাজারে প্রতি কেজি ভালো মানের বরবটি ৭০ টাকা, বেগুন ৬০, চিচিঙ্গা ৭০, পটল ৬০, লাউ ৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। 

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিং মাছ ৩৫০ টাকা, চাষের রুই ২৭০ টাকা, পুকুরের রুই মাছ ৩৬০ টাকা, কোরাল প্রতি কেজি ৭শ টাকা, চিংড়ি ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালি ৩২০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি গরুর মাংস ৮৫০ থেকে ৯শ টাকায় বিক্রি করতে দেখা গেছে।  

নগরীর অক্সিজেন কাঁচা বাজারে শুক্রবার বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, বাজারে এসে অসহায় হয়ে যাই। ৫০০ টাকায় তিন পদের সবজিও কিনতে পারি না। মাছ-মাংস কেনার সাধ্য তো নাই-ই। 

এই অবস্থায় সাধারণ আয়ের মানুষকে দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বলে মনে করেন সাইফুল ইসলাম। 

রেজাউল// 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়