ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

মানসিক ভারসাম্যহীনের পেটে মিললো ১৫টি কলম!

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ মে ২০২৩   আপডেট: ০৯:০১, ২৮ মে ২০২৩
মানসিক ভারসাম্যহীনের পেটে মিললো ১৫টি কলম!

সিরাজগঞ্জে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন রোগীর পেটের ভিতরে ১৫টি কলম পাওয়া গেছে।

শনিবার (২৭ মে) সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে এ কলমগুলো বের করেন। 

আব্দুল মোতালেব শাহজাদপুর উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

হাসপাতলে ওই রোগীকে দেখতে মানুষের ভিড় জমেছিলো। 

হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল বিষয়টি নিশ্চিত করে বলেন, যে রোগীর পেট থেকে কলমগুলো বের করা হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে এই কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ অবস্থায় রয়েছেন।

অদিত্য রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়