‘শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব, গাজীপুর তার প্রমাণ’
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন দেখলেই তা বুঝা যায়। নির্বাচন নিয়ে বিএনপির কথা মিথ্যা প্রমাণিত হয়েছে।’
রোববার (২৮ মে) দুপুরে কক্সবাজারের রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২৩ বছর আমরা দেশ পরিচালনা করেছি। বিএনপি-জামায়াত ও এরশাদ ২৯ বছর দেশ শাসন করেছে। তালিকা করে দেখুন কারা দেশের উন্নয়ন বেশি করেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রধানমন্ত্রী দেশের মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে এসেছেন। এখন মানুষ অভুক্ত ও গৃহহীন থাকে না।’
মোজাম্মেল হক বলেন, ‘স্মৃতি চিহ্ন হিসেবে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে। উপজেলা ভিত্তিক সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।’
তিনি আারও বলেন, ‘আমাদের শুধু মুক্তিযুদ্ধের চেতনায় থাকলে হবে না। আমাদের সন্তান, প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন চলতে পারে, প্রজন্মকে সেভাবে বড় করতে হবে।’
তারেকুর/কেআই
আরো পড়ুন