ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৮ মে ২০২৩  
সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ফটো

সিলেটে লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- লালাদিঘির দক্ষিণ পাড়ের শাহজান মিয়ার কলোনির বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে তায়্যিবা আক্তার (৬) ও পশ্চিম পাড়ের তোতা মিয়ার কলোনির বাসিন্দা মামুন মিয়ার মেয়ে হাবিবা আক্তার (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু দিঘির পার ঘেঁষে হাটতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সন্ধ্যায় তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, ‘দিঘিরপাড়ে মানুষের নিরাপত্তার জন্য রেলিং বা সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য সিটি মেয়রকে বললেও একটি প্রভাবশালী মহল তাতে বাধা দেয়।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে দিঘিতে একটি মাইক্রোবাস পড়ে যায়। রেলিং বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজ দুটি শিশু মারা গেল।’

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।’

নূর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়