ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাওয়াত না দেওয়ায় দোয়া মাহফিলে চেয়ারম্যানের তাণ্ডব!

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৯ মে ২০২৩   আপডেট: ১০:৩২, ২৯ মে ২০২৩
দাওয়াত না দেওয়ায় দোয়া মাহফিলে চেয়ারম্যানের তাণ্ডব!

দোয়া মাহফিলে দাওয়াত না পেয়ে অনুষ্ঠানে নেতাকর্মীদের মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজু আহম্মেদের বিরুদ্ধে। 

রোববার (২৮ মে) বিকালে ইউনিয়নের রুপদিয়া বাজারে এই ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে রুপদিয়া বাজারে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় ফাঁড়ি ও কোতয়ালী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান রাজু আহম্মেদ। আর পুলিশ বলছে, অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আয়োজকরা জানিয়েছেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর রোগমুক্তি কামনা ও সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন যুবলীগ। বাদ আসর রুপদিয়া বাজারের পানপট্টি এলাকায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রফেসর আল মাহমুদের সভাপতিত্বে এই দোয়া মাহফিল শুরু হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ পাশের ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ উপস্থিত হয়ে আয়োজকদের বলেন ‘তোরা আমাকে দাওয়াত না দিয়ে এখানে অনুষ্ঠান করছিস। এখানে কোনো অনুষ্ঠান হবে না।’ পরে বাকবিতণ্ডায় এক পর্যায়ে চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠানে হামলা করে ও ভাঙচুর করে। পরে ঐ ভাঙচুর ও উত্তেজনার মধ্যে আয়োজকরা দোয়া মাহফিল শেষ করে। 

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রফেসর আল মাহমুদ বলেন, ‘অনুষ্ঠানে রাজু চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করেছে। এই হামলায়  নেতাকর্মীরাও আহত হয়েছে। এই হামলার প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। 

তবে হামলার বিষয়টি মিথ্যা দাবি করে চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, ‘ওখানে যেয়ে আমি প্রশ্ন করি আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি। এর পর অনুষ্ঠানে এক নেতা আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমার কর্মীরা অনুষ্ঠানে রুখে যায়, তবে কেউ হামলা করেনি। হামলার বিষয়টি মিথ্যা।’ 

এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‘ 

রিটন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়