ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক নিহত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৯ মে ২০২৩   আপডেট: ১৪:৩০, ২৯ মে ২০২৩
প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক নিহত 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের-টিটিসি প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় গোলাম রসুল (৪৫) নামে একজন প্রশিক্ষক প্রাণ হারিয়েছেন। 

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় টিটিসিতে এই ঘটনাটি ঘটে।  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রশিক্ষক গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর মহল্লার মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক নতুন প্রশিক্ষণার্থীকে গোলাম রসুল ফর্কলিপ গাড়ির প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমন সময় ওই প্রশিক্ষণার্থী ব্যাক-গিয়ার নেওয়ার সময় আকস্মিকভাবে প্রশিক্ষক গোলাম রসুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা ওই প্রশিক্ষককে উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই গাড়ি প্রশিক্ষককের পরিবার এই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তার পরিবারের একাধিক সদস্য হাসপাতালের ভিতরে টিসিসির অধ্যক্ষ মইন উদ্দিনকে জেরা করতে দেখা গেছে। এসময় অধ্যক্ষ মইন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিয়াম/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়