ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্য হাতির আক্রমণে গ্রাম প্রতিরক্ষা সদস্যের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৯ মে ২০২৩  
বন্য হাতির আক্রমণে গ্রাম প্রতিরক্ষা সদস্যের মৃত্যু

রাঙামাটির বরকল উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. মালেক মিয়া (৫৬) নামের এক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ মে) ভোরে উপজেলার বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ (সোমবার) ভোরে ফজরের আযানের পর মালেক মিয়া বাড়ি থেকে নদীতে যান ওযু করতে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নদীর ঘাট থেকে তার লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।

আরো পড়ুন:

তারা আরও জানান, এলাকার মানুষজন সবসময় হাতির আতঙ্কে থাকেন। এর আগেও অনেকে হাতির আক্রমণে হতাহত হয়েছেন। বন্য হাতি ঘরবাড়ি ও জমির ফসল সব সময় ক্ষতি করে। 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়