ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনে যাচ্ছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ৩০ মে ২০২৩   আপডেট: ১০:৫১, ৩০ মে ২০২৩
আন্দোলনে যাচ্ছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা

সিলেট শহরতলীর পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামি রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা। 

সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন ও ট্যাংক লরি অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩১ মে) নগরীতে ট্যাংকলরি মিছিল বের করার সিদ্ধান্ত হয়। আগামি রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়। সভায় শাহপরান থানার ওসি মো. আবুল খায়েরের প্রত্যাহারও দাবি করা হয়।

সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, গত শুক্রবার সকাল ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। এরপর রোববার সন্ধ্যায় নগরীর উপশহরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে, এ ঘটনার পরদিন শনিবার অমিত কান্তি দে হিপলু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর (২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)। তারা সকলেই ছাত্রলীগ কর্মী।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। সাজন, খালেদ, হাছান, সৈকত ধর ও জাহাঙ্গীর এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বাদী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়