ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ মে ২০২৩  
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কথা কাটাকাটির জেরে দেলোয়ারা বিবিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্বামী আজাহার আলীকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় দেন। 

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত আজাহার রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল জলিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু জানান, আজাহার আলী প্রায়ই তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে স্ত্রীকে বালিস চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন আজাহার। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। আজ বিচারক স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার রায় ঘোষণা করলেন। 

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়