ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৩১ মে ২০২৩  
কালীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজিয়া সুলতানা।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জিসেলি ঘোষ মুনমুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. সাখাওয়াত হোসেন, গাজীপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যকর খাবারের প্রভাব, বিশ্রাম এবং ব্যায়াম বিষয়ে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা।

 

/রফিক/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়